বিনোদন
দেশে প্রাপ্তবয়স্ক তকমার ছবি মুক্তি
স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৪, বুধবারসম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রথা ভেঙে ‘সার্টিফিকেশন বোর্ড’ গঠন করা হয়। গত ৩০শে সেপ্টেম্বর মুক্তি প্রতীক্ষিত দু’টি সিনেমা দেখার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সার্টিফিকেশন বোর্ডের। প্রথম দিনে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ সিনেমা সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শন করা হয়। এরমধ্যে ‘ভয়াল’ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের অনুমতি দেবে সার্টিফিকেশন বোর্ড। গ্রেডেশন পদ্ধতিতে সিনেমাটি ‘এ’ গ্রেডে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন। ‘ভয়াল’ সিনেমাকে প্রাপ্তবয়স্ক গ্রেডে ছাড়পত্র কেন দেয়া হচ্ছে? উত্তরে জাহিদ হোসেন বলেন, সিনেমাটির সংলাপ, শয্যাদৃশ্য, প্রেগন্যান্সিসহ বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। এ কারণে এটি শিশুদের জন্য নয়। শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেয়া হচ্ছে। অন্যদিকে ‘রাজকুমারী’ সিনেমাটি সবার জন্য বলে উল্লেখ করেন
জাহিদ হোসেন। তবে এ সিনেমার কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি রয়েছে সার্টিফিকেশন বোর্ড সদস্যদের। সেগুলো কর্তনের পর ছাড়পত্র দেয়া হবে বলেও জানান জাহিদ হোসেন। চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র ‘সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ করে গত ২২শে সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃটিশদের তৈরি ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২ সালে পরিবর্তিত হয়ে ‘ইস্ট বেঙ্গল বোর্ড অব ফিল্ম সেন্সর’ নামকরণ হয়। নানা রাজনৈতিক পটপরিবর্তন, মানচিত্রের বদল ঘটলেও বিগত ৭২ বছরে চলচ্চিত্রকে শাসনের রীতি বদলায়নি। ২০২৩ সালের শেষে এসে বিগত সরকার সার্টিফিকেশন বোর্ড আইন পাস করলেও সেটির বিধিগুলো তৈরি করতে পারেনি। সবশেষ ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিগত সরকারের পদক্ষেপটির বাস্তবায়ন ঘটে। তুলে নেয়া হয় ‘সেন্সর’ শব্দটি।