বিনোদন
২০শে ডিসেম্বর অপূর্ব’র ‘চালচিত্র’
স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৪, বুধবারপূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশ বাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন। এই সিনেমাটির মধ্যদিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব’র। এখানে তাকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। আগামী ২০শে ডিসেম্বর ‘চালচিত্র’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।