বাংলারজমিন
মৌলভীবাজার বিএনপি’র উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারমৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মিজানুর রহমান নিজামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। গতকাল বিকালে জেলা শহরের সাদি মহল কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমদের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ আব্দুল মুকিত, মো. হেলু মিয়া, আশিক মোশারফ, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান। বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার ইমন, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমদ, কাজল মাহমুদ ও রোমেল আহমদ প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে সদর উপজেলার ১২ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।