ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

‘পরিবার থেকেই শিখাতে হবে অন্যের বিষয়ে কতোটুকু কথা বলা যায়’

স্টাফ রিপোর্টার
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

অভিনয় নিয়ে একটা সময় ব্যস্ত সময় পার করলেও এখন অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রয়েছেন শবনম ফারিয়া। সংসার জীবনে বিচ্ছেদ এমনকি নিজের বাবাকে হারিয়ে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, যখন একজন মানুষ ক্যামেরার সামনে পেশাগতভাবে কাজ করা শুরু করে সে এটা ভেবেই আসে যে, আসলে আমার ব্যক্তিগত জীবন বলতে খুব সীমিত জিনিস থাকবে। পুরোটাই পাবলিক প্রোপার্টি হিসেবে মানুষজন দেখবে। কিন্তু একটা সময় যেটা হয় আমরা সাধারণ মানুষ অনেক সময় ভুলে যাই যে আমাদের কতোটুকু পর্যন্ত আরেকজন মানুষের জীবনকে পাবলিক প্রোপার্টি হিসেবে বিবেচনা করতে পারি। সমালোচনার জবাব দিয়ে অভিনেত্রী বলেন, আমার অভিনয় দর্শকদের সমালোচনার শতভাগ অধিকার রয়েছে। যখন সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে ছবি দিলাম কিংবা একজন কলিগ এর মায়ের সঙ্গে ছবি দিয়েছি সেখানে এমন ধরনের কমেন্ট এসেছে যেটা কাম্য না। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা বলে পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, আমার বয়স ত্রিশের ওপরে। এখন আমি নতুন করে ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারবো না। আমরা যারা আছি একটা পরিবর্তনের মধ্য দিয়ে 
বড় হয়েছি। একটা ১৬ বছরের ছেলে যখন পরিবার থেকে শুরু করে সবার কাছ থেকে প্রপার রেসপন্স না পেয়ে অনেক হতাশার মধ্যদিয়ে যায়, তখন ফেসবুক ব্যবহার করার সময় আমার একটা ফরমাল ড্রেসে দাঁড়িয়ে থাকা ছবি দেখে বাজে কমেন্ট করলো। এবার অন্য ১০টা মানুষ সে কমেন্টে লাইক দেয়ার পর বলেছেন ভাই সহমত একদম। মিডিয়ার মেয়েরাই খারাপ। এখন হয়তো কমেন্ট দেখে আমি ওকে ব্লক করে দিলাম। আমি এখানে তাকে বলে পরিবর্তন করতে পারবো না। পরিবার থেকেই শিশুদের শেখাতে হবে অন্যের বিষয়ে কতোটুকু কথা বলা যায়।  

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status