ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

তালা-কলারোয়ার মানুষের ভালোবাসায় দেশ ছেড়ে পালাইনি: হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবারmzamin

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৪ বছর কারাভোগের পর নিজ জন্মস্থানে ফিরেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তার আগমনকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে সাতক্ষীরার তালায়। বিএনপি’র এ নেতার আগমনকে ঘিরে ছিল এক অনন্য আয়োজন। রাস্তায় রাস্তায় মানুষের ঢল, শত শত তোরণ, ব্যানার-ফেস্টুনে ভরা ছিল মহাসড়ক ও অলিগলি। 
শনিবার (৭ই সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা হাইস্কুল মাঠে পা রাখেন তিনি। তালা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে লাখো জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মঞ্চে পৌঁছেই সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব দুই হাত তুলে লাখো জনতাকে অভিবাদন জানান।  হাবিব বলেছেন, আওয়ামী লীগ আমলে মানুষ ঘরে থাকতে পারেনি। অসংখ্য আলেম- ওলামাকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিল। আমার কানাডার ভিসা ছিল, আমেরিকার ভিসা ছিল। দলের আমাকে অনেকেই বলেছিলেন- বিদেশে চলে যেতে, আমি যাইনি। আমি পরীক্ষা দিতে এসেছি। আমি তালা-কলারোয়ার মানুষের সঙ্গে বেঈমানি করিনি। কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ এখন হাসিনামুক্ত। কারামুক্ত হয়ে বিকালে প্রথমবারের মতো সাতক্ষীরার তালায় এলে কুমিরা হাইস্কুল মাঠে এক সংবর্ধনার জবাবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে চিরতরে বিদায় করে ছাত্র-জনতা বাংলাদেশকে হাসিনামুক্ত করেছেন। ছাত্র-জনতার এই বিপ্লব সফলে বিএনপি-জামায়াতেরও ভূমিকা ছিল। বিএনপি-জামায়াত না থাকলে এই বিপ্লব সফল হতো না। এ সময় হাবিবুল ইসলাম হাবিব নেতা-কর্মীদের প্রতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষতি না করার নির্দেশ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র আমরা দেখাতে পারি না।
এ সময় তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মহুতি দানকারী আবু সাঈদ, মুগ্ধ ও আসিফসহ অন্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম, হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী সুপ্রিম কোর্টের এড. শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, তালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে খুলনার চুকনগর থেকে হাবিবুল ইসলাম হাবিবের গাড়িবহরকে স্বাগত জানিয়ে তালার কুমিরা হাইস্কুল মাঠে নিয়ে আসেন বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে তাকে অভ্যর্থনা জানান সাধারণ মানুষ। তার এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে লাখো জনতার সমাগম হয় কুমিরায়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status