ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নাঙ্গলকোটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বশরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বিকালে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া মজুমদারবাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী রেহানা বেগমের সঙ্গে সম্পত্তি নিয়ে একই বাড়ির মৃত মাস্টার ইসমাইল মজুমদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বৃহস্পতিবার ইসমাইল মজুমদারের ছেলে রুবেল মজুমদার তাদের জায়গায় অবৈধভাবে জোরপূর্বক দীর্ঘদিন বসবাসরত রেহানা বেগমের বসতঘর ভাঙচুর করে। এ ঘটনায় একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইসমাইল মজুমদারের মেয়ের জামাতা এডভোকেট আবুল বশরকে জড়িয়ে অপপ্রচার চালায়। শনিবার বিকালে এলাকাবাসী অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এ বিষয় এডভোকেট আবুল বশর বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ও মান-সম্মান ক্ষুণ্ন করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। মানববন্ধনে স্থানীয় জাবেদ হোসেন, কালাম, আবুল হাসেম বলেন, এডভোকেট আবুল বশর একজন সম্মানী লোক।

তিনি দীর্ঘদিন পেরিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং  দোষীদের খুঁজে বের করে বিচারের দাবি জানাই। ভুক্তভোগী রেহানা বেগম বলেন, ইসমাইল মাস্টারের ছেলে রুবেলের নেতৃত্বে কয়েকজন আমার ঘর ভাঙচুর করে লুট করে নিয়ে যায়। আমি এর বিচার চাই। এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগের আলোকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চলছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status