বিশ্বজমিন
আরব আমিরাতে সাজা পাওয়া সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে অভিযুক্ত হওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্ট তাদেরকে অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিলেন। শিগগিরই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
আজ মঙ্গলবার গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তারা হলো সত্যিকারেরে মুকতিযোদধা
আলহামদুলিল্লাহ
magic of Yunus !
....এসব ভাইয়েরা চাকুরী, ব্যবসা-বাণিজ্য সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে দেশে যাচ্ছে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হউক।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ!
এ বছরের শ্রেষ্ঠ নিউজ। আরব আমিরাত থেকে ৫৭ জন মুক্ত। বাপের ব্যাটা। বেঁচে থাকো চিরদিন। এটার জন্যই অপেক্ষা করছিলাম। শুধু খুশির খবর,,
Alhamdulillah. ডঃ ইউনুসকে আন্তরিক শুভেচ্ছা। ৫৭ টি পরিবারের জন্য শুভ কামনা রইল।
salute Arab Emirates Mr. president your kindness to Bangladeshi victim in Emirates you are showing great support new Bangladesh.
আমাদের এই সন্তানদের ফুলেল শুভেচ্ছা জানানো উচিৎ এবং সরকারি খরচে অন্য কোন দেশে চাকরি দিয়ে পাঠানো দরকার। অথবা দেশে কর্মসংস্থান করা উচিৎ।
তাদের সরকার কর্তৃক পুরস্কৃত করা উচিত, বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা উচিত। আর্থিক প্রণোদনা দেয়া উচিত। শাব্বাস ডঃ ইউনুস। এটাই আপনার কারিশমা যা আমরা আশা করছিলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডঃ ইউনুস দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতের সেই ৫৭ জন শ্রমিক ভাইদের বাংলাদেশে একটা ভাল চাকুরির ব্যাবস্থা করে দেওয়ার জন্য এই সরকারকে অনুরোধ করছি ।
আলহামদুলিল্লাহ। ডঃ মো. ইউনুস স্যারকে ধন্যবাদ।দেশে ফেরার পর এই বীরদের রাষ্ট্রীয় ভাবে সংবর্ধনা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
৫৭ জন কে কোন আত্মপক্ষ সমর্থন না দিয়ে, ভুয়া জেল দিয়েছিল, আমাদের বর্তমান সরকার ও আন্তর্জাতিক চাপে পড়ে ইজরায়েলর বন্ধু আরব আমিরাত পিছটান দিয়েছে।
এরকমই তো হওয়া উচিৎ। দেশের মানুষ যেখানে মুক্ত বাতাসে স্বাস নিচ্ছে সেখানে রেমিটেন্স যোদ্ধারা জেলে আটকে থাকবে তা কি করে হয়।
Alhamdulillah
We should arrange a welcome session when they arrive Bangladesh and arrange job for their living.
Great News!!!
ALHAMDULILLAH
alhamdulillah.
Many thanks to Govt.
Alhamdulillah
তাদের সরকার কর্তৃক পুরস্কৃত করা উচিত, বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা উচিত। আর্থিক প্রণোদনা দেয়া উচিত।
শাব্বাস ডঃ ইউনুস। এটাই আপনার কারিশমা যা আমরা আশা করছিলাম
"শিগগিরই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে"- এটা কি এক ধরনের শাস্তি নয়?
আলহামদুলিল্লাহ
সংযুক্ত আরব আমিরাতের সেই ৫৭ জন শ্রমিক ভাইদের বাংলাদেশে একটা ভাল চাকুরির ব্যাবস্থা করে দেওয়ার জন্য এই সরকারকে অনুরোধ করছি ।
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডঃ ইউনুস দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।