বাংলারজমিন
‘দিল্লি থেকে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে’
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। সব ধর্মের মানুষ মিলেমিশে দ্বিতীয় বিজয় উদযাপন করছে। কিন্তু ছাত্র-জনতার অবিস্মরণীয় এ বিজয়ের গৌরবকে প্রশ্নবিদ্ধ করতে দিল্লি থেকে সামপ্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে। মোদি নিজে একজন সামপ্রদায়িক। শেখ হাসিনা দিল্লিতে বসে মোদির পরামর্শে এদেশের হিন্দুদের উস্কানি দিচ্ছে। দিল্লিতে বসে রাজনীতিতে ফিরতে চায় শেখ হাসিনা। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হবে না। সোমবার বিকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এসব বলেন। অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। ফজলুর রহমান বলেন, ইটনা মিঠামইন অষ্টগ্রামের কোথাও কোন হিন্দুদের উপর আক্রমণ বা মন্দিরে হামলা হয়নি। একজন হিন্দু লোকের ওপর হাত দিলে আমি ফজলুর রহমান তার বাপের নাম ভুলিয়ে দেবো। আমি বলে যেতে চাই, মুসলমান হিন্দু ভাই ভাই। যার যার ধর্ম যে যার মতো পালন করবে। কোরআনে স্পষ্ট লিখা আছে, যে যার ধর্ম পালন করো, কেউ কারও ধর্মে আঘাত করবা না। অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এর সভাপতিত্বে জনসভায় এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হোসেন বাবু, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম খান হেলাল, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আশরাফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল আলম আকতার, অষ্টগ্রাম উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।