বিনোদন
ফেসবুক থেকে নেয়া
‘দ্রব্যমূল্য নিয়ে কথা বলায় মিন্টু রোডেও যেতে হয়’
স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবারচিত্রনায়ক ওমর সানী মাঝে মধ্যেই দেশের অসঙ্গতি নিয়ে কথা বলেন। শেখ হাসিনা সরকারের আমলে একবার দ্রব্যমূল্য নিয়ে কথা বলে ব্যাপক চাপের মুখেও পড়েছিলেন তিনি। সেই বিষয়টি টেনে ফেসবুকে একটি পোস্ট করেছেন সানী। এতে তিনি লিখেন, দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা বলেছিলাম, তার জন্য অনেক কথা শুনতে হয়েছিল। মিন্টু রোডেও যেতে হয়। কিন্তু আমি বলেছিলাম পোস্ট ডিলিট করবো না, অনেকদিন আগের কথা। তখন চলচ্চিত্রের নামকরা চামচারা আমার বিরুদ্ধে লেগেছিলেন। দু’একজন দালাল আমার পরিবারের বিরুদ্ধেও লাগে। আজ তারা গা-ঢাকা দিয়েছেন। এদিকে শেখ হাসিনার সরকার পতনের দিন আরও একটি পোস্ট করেন ওমর সানী। তিনি লিখেন, স্বৈরতন্ত্রের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করতে পারছি না। এটা আমাদের সম্পদ, দেশের সম্পদ আগামী প্রজন্মের সম্পদ। এগুলো নষ্ট আমরা না করি। দেশ গড়ার জন্য যা যা করণীয় দরকার তাই আমরা করি। ওদের মতো কেন আমরা করবো! প্রতিটা ধর্মের মানুষদেরও আমরাই রক্ষা করি। একটি সুন্দর বাংলাদেশ গড়ি।