বিশ্বজমিন
মার্কিন নির্বাচন
জরিপের ফলাফলে তিন আসনে ট্রাম্পকে পিছনে ফেলেছেন কমালা
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৯ অপরাহ্ন
জরিপের তথ্য বলছে আসন্ন মার্কিন নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের থেকে তিনটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। এই আসনগুলোতে কমালার কাছে ধরাশায়ী হতে পারেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের জরিপের ফলাফলে বলা হয়েছে, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ তিনটি আসনে এগিয়ে রয়েছেন কমালা। এসব আসনে কমালাকে সমর্থনকারী ভোটারদের সংখ্যা ৫০ শতাংশ। পক্ষান্তরে ট্রাম্পকে সমর্থন করেছে ৪৬ শতাংশ ভোটার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বপালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বাইডেনের সমালোচনা করেন। তার প্রেক্ষিতে বাইডেন আসন্ন নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং কমালা হ্যারিসকে সমর্থন দেন। সমর্থনের পরই ডেমোক্র্যাটদের পক্ষে জোর প্রচারণা শুরু করেন কমালা। ইতোমধ্যেই তার সমাবেশের প্রভাব পড়তে শুরু করেছে ভোটারদের ওপর।
কমালা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর তরুণ ভোটার এবং বিভিন্ন আইনপ্রণেতাদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছেন।