দেশ বিদেশ
১১ বছর পর উঠলো দিগন্ত টেলিভিশনের সাময়িক নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার
৯ আগস্ট ২০২৪, শুক্রবার
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘দিগন্ত টেলিভিশন’র সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দীর্ঘ ১১ বছর পর আবারো সম্প্রচারে আসছে চ্যানেলটি। টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে। এর আগে, ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শেখ হাসিনা পদত্যাগের পরই চ্যানেলটি পুনরায় চালুর দাবি জানানো হয়। দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এতে বলা হয়, আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে দিগন্ত মিডিয়া করপোরেশন লি. (দিগন্ত টেলিভিশন)-এর সম্প্রচার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠকের মতামত
সেই সাথে ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, আমার দেশ পত্রিকা চালুর অনুমতিও দেয়া হোক। আশা করি এসব পত্রিকা ও চ্যানেল কর্তৃকপক্ষ আবেদন করেছেন কিংবা দ্রুতই করবেন।
এবার ইসলামিক টীভি ও পিস টিভির সম্প্রচারের অনমতি দেয়া হোক।
আলহামদুলিল্লাহ, আমার প্রিয় একটি টিভি, ইসলামিক টিভিও চালু করা হোক
Independence of media was drastically throttled during the Awami regime. There were only a few sycophants who were at large to play the same oldgovt.sponsored records all the time. Hope this rotten practice will end from now on.
আলহামদুলিল্লাহ। সত্য প্রকাশের অসীম সাহসের জন্য দীর্ঘদিন স্বৈরাচারের রোষানলে পড়ে চ্যানেলটি বন্ধ হয়ে যায়। জনগণের সরকারের যুগান্তকারী পদক্ষেপে চ্যানেলটি আবার চালু হতে যাচ্ছে। ধন্যবাদ জনগণের সরকার।
We expect new interim government will agree to resume operations of Islamic TV and Amar Desh newspaper too.
We like this channel. Thanks
শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া ইসলামিক টিভি, আমারদেশ পত্রিকাসহ বাকী সকল টিভি চ্যানেল ও পত্রিকা চালু করার দাবী জানাই।
Alhamdulillah.