ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

মুক্তি পেয়েছেন 'আউয়াজ উডা' গানের র‍্যাপার হান্নান

স্টাফ রিপোর্টার

(১০ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তার হওয়া তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় গান ‘কথা ক’ এর শিল্পী সেজান। তিনি জানান, মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে গেল মাসেই বেশকিছু গান ছড়িয়ে পড়ে। যার মধ্যে তরুণ র‌্যাপার হান্নানের করা ‘আওয়াজ উডা’ ছিল অন্যতম। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। নেওয়া হয় দুদিনের রিমান্ডে। হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবরটি চাউর হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করেন অনেকে। 
এমনকি তরুণ এই র‍্যাপারকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেয় নিউ ইয়র্কভিত্তিক সংগঠন ‘আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন’ (এআরসি) ।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status