ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

সতর্ক থাকার আহ্বান প্রভার

স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় সকল পেশার মানুষ সরব হয়ে উঠেছেন। তবে এখনো যারা চুপ করে আছেন তাদের কাপুরুষ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুধু তাই নয়, যারা এখন শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখতে বললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এমন অভিমত প্রকাশ করেছেন তিনি। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, যারা অন্যায় দেখে চুপ আছে, তাদেরকে আপনি এক ধরনের কাওয়ার্ড বলতে পারেন। কিন্তু এখানে আরও অনেক ব্যাপার আছে। কিন্তু যারা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখুন। এই ধরনের মানুষরা স্বার্থপর ও সুবিধাবাদী হয় বলে মনে করেন প্রভা। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরা সুবিধাবাদী, স্বার্থপর এবং নিম্নমানের মানুষ। এদের কখনো বিশ্বাস করবেন না, নিজের স্বার্থের জন্য এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবে না। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীরা।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status