বিনোদন
নীলের ক্ষোভ
স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৪, সোমবার
গতকাল থেকে মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সেই খবর চাউর হতেই অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করে পোস্ট করেন সমাজ মাধ্যমে। উপস্থাপক নীল হুরের জাহান ক্ষোভ প্রকাশ করে লিখেন, দেন আবার পুরো দেশকে অন্ধ করে দেন। ব্রডব্যান্ডও বন্ধ করে দেন। আপনারা আপনাদের ক্ষমতা রক্ষায় ব্যস্ত, তাতে পুরো দেশ ভেঙে পড়ুক কিংবা অন্ধ হয়ে যাক।