বিনোদন
রাফসানের পাশে সালমান
স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৪, সোমবারশিক্ষার্থীদের আন্দোলনে গত শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হাজির হন আলোচিত ইউটিউবার রাফসান। কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় তাকে। এদিকে আরেক ইউটিউবার সালমান মুক্তাদির রাফসানের পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, যুদ্ধ জেতার আগেই যদি এরোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে জেতার পর তো ভাইয়ের মাংসও খেয়ে ফেলবো আমরা। রাফসানকে সুন্দর করে বললে সে কী অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করতো না?