বাংলারজমিন
রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৪ আগস্ট ২০২৪, রবিবারকোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। গত শুক্রবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীদের জামিন আবেদন করা হলে বিচারক এফএম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এরপর রাত সোয়া ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়ে বাড়ি ফিরে যায়। দীর্ঘদিন পর সন্তানকে কাছে পেয়ে অভিভাবকরা তাদের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নগরীর পশ্চিম বাবুখাঁর মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, পুরাতন ট্রাকস্ট্যান্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মহিন (১৯), হাজিরহাট অভিরাম সুকানচৌকির ফারুক মিয়ার ছেলে আমির হামজা ওরফে আমির, কামাল কাছনার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব (১৭), আশরতপুর এলাকার আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া (১৭), হারাগাছের নিউ জুম্মাপাড়ার বিটুল মিয়ার ছেলে আল মারজান (২০), বেনুঘাট ময়নাকুটির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহম্মেদ রকি এবং কাউনিয়ার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া।
জামিন পাওয়া শিক্ষার্থী মুহিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ডিসির মোড়, পার্কের মোড়ে আন্দোলন করছিলাম। এরপর রাতে আমি আপুর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে রাত ১২টার সময় আমাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে।
শিক্ষার্থী আল মারজান বলেন, হারাগাছ থানার পেছনে আমার বাড়ি। আন্দোলনের সময় আমি রাস্তায় একবার গিয়েছিলাম। পুলিশের কাছে নাকি আমার ভিডিও ফুটেজ ছিল। ভোর ৪টার দিকে পুলিশ আমার বাড়িতে এসে বলে থানায় যেতে হবে, এসআইয়ের সঙ্গে কথা বলে আমি বাড়ি ফিরতে পারবো। আমি থানায় গেলে তারা আমাকে জেলে পাঠিয়ে দেয়।
শিক্ষার্থী ধ্রুবের মা রোজিনা বেগম বলেন, আমার ছোট ছেলে জুম্মাপাড়া মাদ্রাসায় পড়ে। ধ্রুব তার ছোট ভাইয়ের জন্য খাবার দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যে সন্তানকে চোখের আড়াল করতে পারি না, কলেজে নিয়ে আসা-যাওয়া সবকিছু করি। সেই সন্তান আমার ১০ দিন ধরে নাই। এ বেদনা একজন বাবা-মাই বুঝতে পারবে। আমি ছেলেকে কাছে পেয়ে খুশি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট শামীম আল মামুন বলেন, সরকারি উদ্যোগে লিগ্যাল এইডের সহযোগিতায় বিশেষ আদালত ৮ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে। বিজ্ঞ আদালত চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী বিবেচনায় তাদের জামিন দিয়েছে।
শিক্ষার্থীদের আইনজীবী এডভোকেট জোবাইদুল ইসলাম বলেন, আজকে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা শিশু। পুলিশ নিরাপদ ছেলেদের গ্রেপ্তার করছে, হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই। শুক্রবার হলেও রাতে নজিরবিহীনভাবে আদালত বসে শিক্ষার্থীদের জামিন দিচ্ছে। আমি বলবো এটি অভিভাবকদের বিজয়, শিক্ষার্থীদের বিজয়।