বিনোদন
মুখ খুললেন সুনিধি
বিনোদন ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারটেলিভিশন খুললেই একাধিক রিয়েলিটি শো নজরে আসে। কারও কারও মতে নামে রিয়েলিটি শো হলেও সেগুলো চিত্রনাট্য নির্ভরশীল। এবার এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। সম্প্রতি একটি গানের শোতে বিচারকের আসনে ছিলেন তিনি। তার মতে, এই শো আসল নয়, সবই নকল। তবে প্রথম দিকে যে সমস্ত রিয়েলিটি শোতে তিনি অংশগ্রহণ করেছেন তখন তাকে কোনো নাটক করতে হতো না।