বাংলারজমিন
বগুড়ায় ১১ ও ১২ বছরের শিশুর নামে নাশকতার মামলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
৩ আগস্ট ২০২৪, শনিবারএক শিশুর বয়স ১১ অপরজনের বয়স ১২ বছর। সরকারি ‘রেসকিউ বোট’ ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তারপর তাদের গ্রেপ্তারও করা হয় নাশকতার দু’টি মামলায়। তারা দু’জন সপ্তম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার ওই দুই শিশুসহ ৩ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ঘটনাটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়।
স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার ওই দুই শিশু যমুনা নদীতে গোসল করতে যায়। সেখানে আবদুল মোমিন নামের এক তরুণ তাদের রেসকিউ বোটে ডেকে নেয়। পরে ওই তরুণ বোটের কাঁচ ভাঙচুর করে। এ সময় বোটের চালকেরা টের পেয়ে শিশু দু’টিসহ ৩ জনকে আটক করে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিলে তিনি থানায় সোপর্দ করেন। পরে বোটের দুই চালক বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা করেন। বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ গ্রেপ্তার দুই শিশুকে বিকালে হাজির করার পর বিচারক বগুড়া কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। মামলায় গ্রেপ্তার আরেক আসামি আবদুল মোমিনকে (২২) বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
সারিয়াকান্দির ইউএনও তৌহিদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিশু জানিয়েছে তাদের ৩ জনকেই বিনা অপরাধে ফাঁসানো হচ্ছে। অথচ রেসকিউ বোট ভাঙচুরের সময় মোমিনকে হাতেনাতে আটক করা হয়েছে। মোমিনকে বাঁচানোর চেষ্টা করায় প্রাথমিকভাবে মনে হয়েছে, দেশ জুড়ে চলমান নাশকতার অংশ এটি। এ জন্য ৩ জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করা হয়েছে।’ সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন দুই শিশুসহ ৩ জনকে থানায় সোপর্দ করার পর বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে দুই শিশুকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হবে।
এটা কোন খবর হল ! আমার ভাগিনার বয়স ২ বৎসর । নাম নূর। আশা করি তার বিরুদ্ধেও একটি মামলা হবে।