বিনোদন
জল্পনার অবসান
বিনোদন ডেস্ক
২ আগস্ট ২০২৪, শুক্রবার
নিউ ইয়র্ক থেকে ফাঁস হয়েছিল ঐশ্বরিয়া রাইয়ের একা পার্টি করার ছবি। গোটা বলিপাড়া জুড়ে রটে গিয়েছিল স্বামী অভিষেক বচ্চন আর মেয়ে আরাধ্যকে ছেড়েই নাকি বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। তবে সব জল্পনায় জল ঢাললেন বচ্চন ঘরনি নিজেই। মুম্বই বিমানবন্দরে আরাধ্যকে সঙ্গে নিয়ে নামতেই, একেবারে সব পরিষ্কার। এমনকি, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিলেন ঐশ্বরিয়া। তবে বিচ্ছেদ গুঞ্জনে মুখে কুলুপই এঁটে ছিলেন অভিনেত্রী। বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানিক ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানিক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহ বিচ্ছেদের খবরে।