বিনোদন
রিমান্ডে র্যাপার হান্নান
স্টাফ রিপোর্টার
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার
কোটা সংস্কার আন্দোলনের শুরুতে বাংলাদেশের র্যাপার হান্নান হোসাইন শিমুল ‘আওয়াজ উডা বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করে। গানটি অল্প সময়ে বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এই গানের জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেয়া হলে তাকে দুইদিনের রিমান্ড দেয়া হয়েছে বলেও জানা গেছে। ২৫শে জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ। ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ই জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই। হান্নানের গ্রেপ্তারের পর ইতিমধ্যে নারায়ণগঞ্জের আরেক র্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি বিদ্রোহী গান প্রকাশ করেন। গানের শিরোনাম ‘ছিল কোথা ক’। যার গানটিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।