ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী

বিনোদন ডেস্ক
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
mzamin

বেশ ক’দিন থেকে আলোচনা চলছে জাহ্নবী কাপুরের সম্পর্ক নিয়ে। অবশেষে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তার সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্কের সিলমোহর পড়ে। বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করতে দেখা যায় তাদের। অন্দরমহলে হাতে হাত রেখে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে। এবার সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা। নতুন প্রজন্মের সম্পর্ক-সমীকরণ নিয়ে কথা বলেছেন তিনি। সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রজন্ম ‘সিচুয়েশনশিপ’ নামে এক ধরনের সমীকরণে বিশ্বাস করেন বলে শোনা যায়। এর অর্থ পরস্পর সম্পর্কে থাকলেও তার মধ্যে কোনো প্রতিশ্রুতি নেই। সে সম্পর্ক কতোদিন টিকবে তার কোনো নিশ্চয়তা নেই। একপক্ষ হয়তো মন দিয়ে বসেছেন। ভবিষ্যতের স্বপ্নও দেখে ফেলেছেন। কিন্তু উল্টোদিকের মানুষটি শুধুই মুহূর্তের সুখ উপভোগ করতে চান। ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে তিনি ভাবিত নন। এই বিষয়টিতে একেবারেই বিশ্বাসী নন জাহ্নবী। তার মতে, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক থাকবে, অথবা থাকবে না। এর বাইরে কিছু চলতে পারে না। অভিনেত্রী বলেন, কাউকে পছন্দ হলে, ভালোবাসলে তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিন। তার প্রতি বিশ্বস্ত থাকুন। না হলে বলে দিন, এই সম্পর্কে আপনার আগ্রহ নেই। ভালোবাসা থাকলেও, সম্পর্কে প্রতিশ্রুতি নেই, এমন ধারণা একেবারে পছন্দ না জাহ্নবীর। তিনি বলেন, সম্পর্কের মাঝামাঝি থাকার এই বিষয়টা আমি বুঝতে পারি না। যেসব ছেলে সম্পর্কটিকে নিয়ে ভাবিত নয়। প্রেমিকাকে দোলাচলে রাখতে ভালোবাসে, তাদের জীবন থেকে লাথি মেরে বের করুন। উল্লেখ্য, জাহ্নবী এই মুহূর্তে তার পরবর্তী সিনেমা ‘উলঝ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর আগে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায়।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status