বিনোদন
ফেসবুক থেকে নেয়া
বিবৃতি দিয়ে সমালোচিত নিপুণ
স্টাফ রিপোর্টার
১৯ জুলাই ২০২৪, শুক্রবার
গেল ক’দিন থেকে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দেশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেশ ক’জন। এই আন্দোলনকে ঘিরে একটি ফেসবুক পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি সম্প্রতি ফেসবুকে একটি বিবৃতি দিয়ে পোস্ট দেন। যেখানে লিখা ছিল, বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে। কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারও কোনো বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যেকোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি, এই সেøাগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের সেøাগান। তার এই বিবৃতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কারণ নেটিজেনদের অনেকেই মনে করেন তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সেরকম নেতিবাচক মন্তব্যই তার পোস্টের নিচে। শুধু তাই নয়, তিনি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে। তাই অনেকেই প্রশ্ন করেন, পদবিহীন হয়েও কীভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন নিপুণ!