বিনোদন
থমকে গেল ‘তুফান’
স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবার
রায়হান রাফি নির্মিত গত ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও দেশের মাসুমা রহমান নাবিলা। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছবিটি দারুণ ব্যবসা সফলতা অর্জন করে। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় ছবিটি। তার ক’দিন পরে মুক্তি পায় ভারতেও। মুক্তির চার সপ্তাহ পরেও ছবিটি দেশের স্টার সিনেপ্লেক্সে হাউজফুল চলছিলো। পরিচালকসহ সবাই ধারণা করেছিলেন ব্যবসা সফলতায় নতুন মাইলফলক সৃষ্টি করবে ছবিটি। কিন্তু কোটা আন্দোলন এবং চলমান কারফিউয়ের কারণে থমকে গেল ‘তুফান’ও। এদিকে শোবিজ অঙ্গনও পুরোপুরি থমকে আছে। বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল। কবে নাগাদ হল চালু হবে তারও ঠিক নেই। এমন অবস্থায় হল চালু হওয়ার পরও দর্শক আবারো হলে ফিরবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘তুফান’ অন্যান্য দেশে কতোটুকু ব্যবসা করেছে তাও জানা যাচ্ছে না সব যোগাযোগ বন্ধ থাকার কারণে। তবে এ অবস্থার আগেই জানা গেছে, বাংলাদেশে ভালো চললেও ভারতে তেমন একটা দর্শক টানতে পারেনি ছবিটি।
পাঠকের মতামত
ছবিটি আসলেই নজর কারা চিএ ফুটে তুলেছে তবে তুফান ছবিটি দেখার সময় মনে হয় যেন এটি কারও কাছে কপি করেছে। তাই আগে রেজাল্ট ভাল করুন ছবি এমনিতেই হিট হবে