বিনোদন
মুক্তি নিয়ে অনিশ্চয়তা
স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবার
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প হৈমন্তী অবলম্বনে নির্মিত হয়েছে ‘হৈমন্তীর ইতিকথা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশী এবং চিত্রনায়ক সাইফ খান। সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। আগামী ২৬শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু এবার এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, দেশে কোটা আন্দোলন এবং চলমান কারফিউয়ের কারণে সবকিছু বন্ধ রয়েছে। তিনদিন ধরে চলছে সাধারণ ছুটি। সবমিলিয়ে ছবিটি আগামী ২৬শে জুলাই মুক্তি পাচ্ছে না। কবে মুক্তি পাবে সেটা নিয়েও আছে অনিশ্চয়তা। ছবি সংশ্লিষ্টরা এ নিয়ে তেমন কিছু বলতে পারছেন না। ‘হৈমন্তী’ দীর্ঘ সময় ধরে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকায় দেশের মানুষ এর গল্প সম্পর্কে জানেন। গল্পে যেমন উঠে এসেছে যৌতুক প্রথার ভয়াবহ রূপ, একজন নবীন গৃহবধূর নিষ্ঠুর
নির্মম মানসিক যন্ত্রণার উপাখ্যান। তেমনি উঠে এসেছে একটি পরিণত বয়সের স্বামী-স্ত্রী যুগলের যাপিত জীবনের কামনা, বাসনা প্রেমের অনবদ্য কিছু মুহূর্ত। শত বছর আগের পোশাক-
পরিচ্ছদ এবং পরিবেশ তৈরি করে এই সিনেমার চিত্রায়ণ করা হয়েছে। ইতিমধ্যেই সিনেমাটি আনকাট সেন্সরপত্র পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমায় সংযোজিত রবীন্দ্র সংগীতগুলো নিয়ে বিশেষভাবে প্রশংসা করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াত হোসেন প্রমুখ।