বিনোদন
'মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, কোটা সংস্কার করে দিন'
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এই আন্দোলন নিয়ে নিজেদের মত প্রকাশ করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এদিকে, বীর মুক্তিযোদ্ধার সন্তান অভিনেতা নিলয় আলমগীরও ফেসবুকে পোস্ট দিয়েছেন। ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিলয় লেখেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই এক সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। কোটা সংস্কারের দাবি জানিয়ে নিলয় আলমগীর লেখেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
নিলয় আলমগীর ছাড়াও তারকাদের অনেকে চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন। এ তালিকায় রয়েছেন— পরীমনি, সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।
পাঠকের মতামত
" দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। " -- 100 % agree আপনার সাথে, কিন্তু এই কথা গুলো বোঝার মতো লোক এই প্রশাসনে নাই :(
সাহসী মন্তব্যের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান কোটা ব্যবস্থায় দূর্নীতিবাজরা চাকরির সুযোগ পেয়ে যায়। বিগত দিনে ষাট হাজার ভূয়া মুক্তিযুদ্ধা তালিকাভুক্ত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় কাহারও বয়স পাঁচ-সাত বছরের মধ্যে ছিল । এঁদের নাতিপুতির সংখ্যা অন্তত ছয় লক্ষ হবে। অসৎপথ অবলম্বন করে আজ এরা কোটার সুবিধা পেলো। ভবিষ্যতে তাদের মধ্য থেকেই বেনজির, আসাদ মিয়া, মতিউর মিয়াদের জাতি দেখতে পাবে।
100% agreed with him
হ্যাঁ এটা সঠিক .
ভালো বলেসেন
ভালো বলেসেন
ধন্যবাদ ! ঠিক বলেছেন, "দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। " আমার আত্মীয়দের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছে। তারা বলে, আমরা জীবন বাজি করে যুদ্ধে যেতে ভয় পাই নি। কিন্তু আমাদের সন্তান-নাতিপুতিরা 'ওপেন কম্পিটিশনে' নামতে ভয় পায় । এ বড় লজ্জার কথা ।
তারকা হয়ে মন্তব্য করা। ঠিক হয় নাই