বিশ্বজমিন
ট্রাম্পের সমালোচক হচ্ছেন রার্নিংমেট
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১১ অপরাহ্ন

প্রায় আট বছর আগে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন জে ডি ভ্যান্স। সে সময় জনসমাবেশে ট্রাম্পকে ‘মূর্খ’ বলেছিলেন ভ্যান্স। এ ছাড়া তিনি ট্রাম্পকে এডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন। তবে মাত্র আট বছরের মধ্যে তাদের সম্পর্কে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। চলতি বছরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে তাকেই বেছে নিয়েছেন ট্রাম্প নিজেই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তারই এক সময়ের কঠোর সমালোচক জেমস ডেভিড ভ্যান্স। সোমবার ট্রুথ সোশ্যাল রানিংমেট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের ভ্যান্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। কঠোর সমালোচক থেকে ভ্যান্সের রাজনৈতিক মিত্রতে পরিণত হওয়াতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের কেউ কেউ মনে করেন ভ্যান্স মতাদর্শের চেয়ে সুবিধাবাদে বিশ্বাসী বেশি।
তবে এমনটি কেন হলো এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। অনেকে মনে করেন গত শনিবার পেনসিলভ্যানিয়ার নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরার পর ট্রাম্পের সিদ্ধান্তের এমন রূপান্তর ঘটেছে। কেননা, ভ্যান্সের রাজনৈতিক বিশ্বাস বিচ্ছিন্নতাবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে করেন তারা। এ ছাড়া রিপাবলিকান বৈদেশিক নীতি এবং আর্থিক নীতির ক্ষেত্রেও দলটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের বেশ মতপার্থক্য রয়েছে বলে মনে করছেন সমালোচকরা।
ওয়াইমিংয়ের রিপাবলিকান সিনেটর জন বারাসো রয়টার্সকে বলেছেন, ভ্যান্স ট্রাম্পের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন। কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য যে সাফল্য এনেছিলেন তা ভ্যান্স দেখেছেন। বারাসো আরও বলেন, ট্রাম্পের চিন্তা-ভাবনার সঙ্গে তিনি পরিচিত।
ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়ার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে জে ডি ভ্যান্স আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই করা চালিয়ে যাবেন, আমাদের সামরিক বাহিনীর পাশে থাকবেন এবং আমেরিকাকে আবারো বিশ্বসেরা বানাতে তিনি আমাকে সবরকম সহায়তা করবেন। ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেয়ার ফলে এই পদটি নিয়ে গত কয়েক মাসের বিতর্কের অবসান ঘটালেন ট্রাম্প।
পাঠকের মতামত
Trump is a critical and mental....greedy to women....
এতে বিরাট ষড়যন্ত্র আছে ট্রাম্পের। অবৈধ ব্যবসায়ী ধূর্ত ট্রাম্প।