বিনোদন
ফিরেছেন স্পর্শিয়া
স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২৪, সোমবার
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন অর্চিতা স্পর্শিয়া। এরপর নাটকে অভিনয় করেন। নাটকের বাইরেও সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। সর্বশেষ তাকে ‘বউ ডাইরিজ’ ও ‘পাঁচফোড়ন’ নামে দুটি ওটিটি কন্টেন্টে দেখা গিয়েছিল। দীর্ঘদিন পর আবারো ওটিটিতে ফিরলেন তিনি। শাহাজাদা শহীদের লেখায় এবং মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় ওটিটির জন্য নির্মিত হয়েছে ১০ পর্বের ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’। এই সিরিজে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফরম টফিতে এর প্রথম পর্ব উন্মুক্ত হয়েছে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম। স্পর্শিয়া বলেন, মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এত গুণী সব অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে খুন-রহস্যে মোড়া টানটান উত্তেজনার গল্পের রইলো বাকি দশ সবাই দারুণভাবে উপভোগ করবেন। পরিচালক মাসুদ জাকারিয়া বলেন, দর্শকদের স্ক্রিনে আকৃষ্ট করে রাখার মতো রোমাঞ্চকর এক খুন-রহস্যের গল্প নিয়ে হাজির হওয়া এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। সিরিজটির গল্প দর্শকদের এক দারুণ নাটকীয়তার মুখোমুখি করবে।