বিনোদন
‘সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া’
স্টাফ রিপোর্টার
১৩ জুলাই ২০২৪, শনিবার
ক’দিন ধরেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়কে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে বাংলা ব্লকেড কর্মসূচিতে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব শোবিজ অঙ্গনের তারকারাও। অনেকেই নিজেদের মত প্রকাশ করছেন। এদিকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে বৃষ্টির মধ্যেই পুনরায় কর্মসূচি করেন আন্দোলনকারীরা। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে পোস্ট দিয়েছেন দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। এতে অভিনেতা লিখেছেন, কোটা একটি কেলেঙ্কারি। এটা সবসময়ই হবে। আর এটা লজ্জাজনক যে, বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে। এটা অপ্রয়োজনীয় বিলম্ব। সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া। লাঠি, ব্লকেড ও ট্যাঙ্ক দিয়ে অপরাধীদের মতো তাদের সঙ্গে আচরণ না করা। তিনি আরও বলেন, আমাদের মন্ত্রী-নেতারা তো বসে আছেন আর আদেশ পাঠাচ্ছেন। তার থেকে বরং দেশের জন্য ভালো একটা পরিবর্তন আনা দরকার। প্রসঙ্গত, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নেমেছেন শিক্ষার্থীরা।