বিশ্বজমিন
অস্ট্রেলিয়ায় তিন সন্তানকে হত্যার দায়ে গ্রেপ্তার পিতা!
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

সন্তান হত্যার দায়ে গ্রেপ্তার হয়েছেন পিতা। এ ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত পিতা তার নিজের তিন সন্তানকে হত্যা করেছেন এবং পরিবারের সবাইকে নিজ বাড়িতে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, অভিযুক্ত ওই পিতার বয়স ২৮। নিজের পাঁচ বছর বয়সী এক মেয়ে এবং যথাক্রমে দুই এবং ছয় বছর বয়সী দুই ছেলেকে হত্যা করেছেন তিনি। পরিবারের অন্য সদস্যদেরকেও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় তাকে অভিযুক্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিন জনকে হত্যা এবং পাঁচ জনকে হত্যা-চেষ্টার অভিযোগে এরইমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডটি এমন সময় ঘটলো যখন অস্ট্রেলিয়ার সরকার দেশটিতে পারিবারিক সহিংসতাকে ‘জাতীয় সঙ্কট’ হিসেবে চিহ্নিত করেছে।
গত রোববার ওই ব্যক্তির বাড়িতে আগুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উদ্ধার তৎপরতায় বাধা দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সিডনির একটি আদালতে তার আইনজীবী উপস্থিত হন তবে তার পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি। এছাড়া এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের স্থানীয় প্রতিনিধি ড্যানিয়েল ডরথি। তিনি বলেছেন, এটি দেশের খারাপ ঘটনাগুলোর একটি যেখানে পিতা নিজ সন্তানদের হত্যা করেছেন। তিনি আরও বলেন পুলিশ অভিযোগ করেছে যে ওই ব্যক্তি তার বাড়িতে প্যাট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করেন। পরে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসলে তারা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিবারের তিন জনকে নিহত এবং বাকি পাঁচ জনকে জীবিত উদ্ধার করে।
ঘরে আগুন ধরার পর এক সন্তানকে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায় কিন্তু ওই ব্যক্তি তাকে বের হতে বাধা দিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানিয়েছে পুলিশ। কেন এমন সহিংস পথে এগিয়েছিলেন ওই ব্যক্তি সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে স্থানীয় ওই কর্মকর্তা। এছাড়া বেঁচে যাওয়া পরিবারের অন্যান্য সদস্যরা এখন শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।