বিনোদন
‘গুণিজন-সিজন ২’ এ অতিথি তারা
স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার‘গুণিজন-সিজন ২’ অনুষ্ঠানে এবারের অতিথি হিসেবে থাকছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ এবং সংগীতশিল্পী-অভিনয়শিল্পী শিমুল ইউসুফ। অনুষ্ঠানটিতে জানা যাবে দুই গুণী ব্যক্তিত্বের শৈশব, বেড়ে ওঠা, নিষ্ঠা ও সফলতার গল্প। শিশুশিল্পী সমাদৃতা প্রহর ও কাওছারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উঠে আসবে তাদের অজানা অনেক বিষয়। শাহাদাৎ সেতু ও এ কে কমলের পরিচালনায় অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচার হবে ১২ই জুলাই ও ১৩ই জুলাই রাত ৮টা ৩০ মিনিটে।