ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

বিনোদন

ব্যক্তিগত সম্পর্কের জেরে ক্যারিয়ার শেষ হয়ে যায় বাঙালী অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

(৬ মাস আগে) ৮ জুলাই ২০২৪, সোমবার, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

mzamin

বলিউডে স্বজনপোষণ নিয়ে আলোচনা- সমালোচনার শেষ নেই। বাবা-মা কিংবা ভাই-বোনের পথ অনুসরণ করে অনেকেই অভিনয় জগতে পা রাখেন। কিন্তু অভিনয়ে আসলেই কি সফলতা পাওয়া যায়? সিনেমা জগতে এমন অনেক তারকা সন্তান আছেন যারা অভিনয়ে পা রেখে সফলতা না পেয়ে হারিয়ে যান। তাদের মধ্যে একজন বাঙালি অভিনেত্রী মালা সিনহার কন্যা প্রতিভা সিনহা। বলিউডে তার শুরুটা বেশ ভালোই হয়েছিল। মায়ের মতোই তার সৌন্দর্য নিয়েও ছিল বেশ আলোচনা। ১৯৯২ সালে ‘মেহেবুব মেরে মেহেবুব’ সিনেমার মাধ্যমে সিনে দুনিয়ায় প্রবেশ করেন তিনি। এরপর বেশ কিছু হিন্দি এবং দক্ষিণী সিনেমায় অভিনয় করেন। আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত ‘রাজা হিন্দুস্থানী’ সিনেমায় ‘পরদেশী পরদেশী’ গানে দেখা যায় তাকে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জেরে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে এসে সুরকার নাদিম সাইফির প্রেমে পড়েন নায়িকা। তবে বিবাহিত নাদিমের সঙ্গে সম্পর্ক মোটেই ভালভাবে নেননি প্রতিভার মা মালা সিনহা। ফলে তার সঙ্গে পালিয়ে যান প্রতিভা। কিন্তু ঘটনার প্রেক্ষাপট ছিল অন্যরকম। অভিনেত্রীর মা প্রেস কনফারেন্স করে বলেন তার মেয়েকে কিডন্যাপ করেছেন সেই নাদিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সুরকার জানান, অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জন্য বড় মাশুল গুনতে হয়েছিল তাদের দু’জনকেই। তিনি বলেন, প্রতিভার মা সেসময় প্রেস কনফারেন্সে আমার বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ আনেন। একসময় তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে এই ঘটনার পর প্রতিভার ক্যারিয়ারও শেষ হয়ে যায়। ২০০০ সালে ‘লে চাল আপনে সঙ্গ’সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status