বিনোদন
এটিএন বাংলা’র রজত জয়ন্তী
স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২২, শুক্রবার
আজ পথচলার ২৫ বছর পূর্ণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৫ই জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২শে নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও অনেক সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়। রজত জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৫ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। উৎসবের প্রথমদিনে আজ সকাল ১০টা ২০ মিনিটে বিএফডিসি’র ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রজত জয়ন্তীর গানের মেলা’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজ। নীল এর উপস্থাপনায় অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় শিল্পী ইমরান, কনা, কিশোর এবং ঝিলিক। দুপুর ৩টায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি এটিএন বাংলার নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘হট সিট’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা প্রচার করা হবে।