ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

(৩ দিন আগে) ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩২ পূর্বাহ্ন

mzamin

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ তারিখের সমাবেশ সফল করার
লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ তারিখের সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।  তিনি বলেন, আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে।
যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আজকে দানবীয় সরকার আজকে সবকিছু তছনছ করে দিচ্ছে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিনত করছে। দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলছে। ধ্বংস করা হয়েছে আইনের শাসন, ধ্বংস করা হচ্ছে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সকল স্তম্ভ।

যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে  মুক্ত করে মাফিয়া সরকারের পতন ঘটাতে না পারলে আমরা কেউ রক্ষা পাবো না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনই বাংলাদেশকে বাঁচাতে পারে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের (ভার্চুয়ালি) সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন যুবদলের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা, কামরুজ্জামান দুলাল(সহ সভাপতি পদমর্যাদা দপ্তর), গোলাম মওলা শাহিন, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, বিল্লাল হোসেন তারেক, আলমগীর হোসেন সোহান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, গণশিক্ষা সম্পাদক মামুন হোসেন ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন,;সহ কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার, সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সহ কৃষি বিষয়ক সম্পাদক সানোয়ার আলম, সদস্য সাইদুর রহমান শামীম, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূইয়া, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসেন প্রমুখ।

 

বিজ্ঞাপন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

সেন্টমার্টিন প্রসঙ্গে ওবায়দুল কাদের/ আক্রান্ত হলে জবাব দেয়া হবে, আমরাও প্রস্তুত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status