বিনোদন
জিম ও কঠিন ডায়েট, জ্ঞান হারালেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
(৯ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:২১ পূর্বাহ্ন

জিম ও কঠিন ডায়েটের কারণে বিপাকে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। ফিট থাকতে গিয়ে সম্প্রতি জ্ঞান হারালেন তিনি। এমনকি পায়েও ব্যাথা পেয়েছেন। অভিনেত্রী জানান, মাঝ রাতে ক্ষুধার্থ হলে ডিম সিদ্ধ করার জন্য রান্নাঘরে যেতে গিয়েই বিপদে পড়েন তিনি। হঠাৎই মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। প্রায় পনেরো মিনিট পর জ্ঞান ফিরে এলে বুঝতে পারেন তার ডান পা নাড়াতে পারছেন না। কোনও রকমে নিজেকে সোফা পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছেন তিনি। অতিরিক্ত জিম আর কঠিন ডায়েটে থাকার জন্যই এমনটা হয়েছে মনে করেন সায়ন্তনী। জানা যায়, পায়ের পাতার হাড়ও ভেঙেছে তার। বর্তমানে এ অভিনেত্রীর হাতে তিনটি সিনেমা রয়েছে। চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা এবং ডায়েট করছিলেন তিনি। রাজর্ষি দে-র পরিচালনায় ‘ও মন ভ্রমণ’ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে। এরকম সময় পায়ে চোট পাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন সায়ন্তনী।