বিনোদন
সমালোচনার জবাব দিলেন চমক
স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৪, মঙ্গলবার
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি পছন্দের মানুষকে ৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন। মাদ্রাসায় ছোট শিশুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। দেনমোহরের বিষয়টি নিয়ে চমক বলেন, ৯ আমার জীবনের শুভ সংখ্যা। ৯ই জুলাই আমার জন্মদিন। সেই ভাবনা থেকেই বিয়ের দেনমোহর ৯ টাকা ধার্য করেছি। যদি মনের মিল হয় তবে ৯০০ টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায় উল্লেখ করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন চমক। এদিকে চমকের এ বিয়ে নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। যার জবাব গতকাল ফেসবুক স্ট্যাটাসে তিনি দিয়েছেন। এতে তিনি লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে নাকি পূর্বনির্ধারিত-ভাগ্য। তাহলে বিয়ে বিষয়টি নিয়ে কেন আমরা এত আলোচনা-সমালোচনা করি? বিধাতা আমার বিয়েটা এই মানুষটার সঙ্গেই লিখে রেখেছিল। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে। অথচ এই মানুষটা এগুলোর একটাও না! টাকা পয়সা ক্ষমতা বরং আমারই বোধহয় একটু বেশি। আজমান নাসিরকে বিয়ে করার কারণ জানিয়ে এই অভিনেত্রী লেখেন, এখন নিশ্চয়ই বলবেন তাহলে কেন তাকে বিয়ে করলাম? প্রথমত, বলেছিলাম বিয়েটা পূর্বনির্ধারিত-ভাগ্য। দ্বিতীয়ত, সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে রাতে কি খাবে? শরীর কেমন? প্রচণ্ড মাথাব্যথা জ্বরে। মানুষটা আমার পাশে সারারাত জেগে থাকে। নাসির সারাক্ষণ চমকের দেখভাল করে সে কথা জানিয়ে বলেন, আমার শুটিং-এর ফাঁকে খোঁজ নিতে আসে আমার কিছু লাগবে কিনা। অথবা অনর্থকই আমার পাশে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা। আমার কাছে এইসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না। খুব সাধারণ চাওয়া-পাওয়া আমার। তাই খুব সাদামাটাভাবেই এই মানুষটিকে জীবনসঙ্গী করে নিলাম।
পাঠকের মতামত
মন্তব্য কখনো গন্তব্যের বাধা হতে পারেনা।
চমকের কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। চমকের দাম্পত্য জীবন সুখের ও শান্তিময় হোক এই দোয়া করছি।