বিনোদন
রিসেপশনে এলেন ‘ঘটক’ সালমান
বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৪, মঙ্গলবার
রোববার সকালে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ে হয়েছে। বিয়েতে খুব কম অতিথি উপস্থিত থাকলেও রাতে রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউড তারকারা। এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন ‘ঘটক’ সালমান খানও। সালমানকে ‘ঘটক’ বলার কারণ সকলেরই জানা। তিনিই জহির ও সোনাক্ষীর পরিচয় করিয়ে দেন। মৃত্যুর হুমকির উপেক্ষা করেই কড়া নিরাপত্তায় উপস্থিত হন সালমান। পরনে ছিল কালো স্যুট।