বিনোদন
বিয়ের খাবারের মেন্যুতে সোনা!
বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২৪, সোমবার
ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চলতি বছর। বিলাসবহুল অনুষ্ঠানে খরচ করা হয় কোটি কোটি টাকা। যা নিয়ে বেশ আলোচনাও হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বলিউডসহ বিশ্বের নামিদামি তারকারাও। জামনগরের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সারা আলি খান। এক সাক্ষাৎকারে মজা করে তিনি বলেন, সেই অনুষ্ঠানে অতিথিদের খাবারের সঙ্গে সোনা খেতে দেয়া হয়েছিল, সবাই সেটা খেয়েও ফেলেছেন!
পাঠকের মতামত
Bed news in India 50% peuples no havé sanitary toilettes but Ambani use the gold in the meals ?