ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

শুটিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নোরার

বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৪, শুক্রবার, ১২:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ডান্সার নোরা ফাতেহি। হিন্দি, তেলুগু, মালায়ালাম, তামিল সিনেমার গানে 'দিলবার গার্ল' খ্যাত এই তারকার পারফরম্যান্স ঝড় তোলে দর্শক হৃদয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নোরা তার ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিংয়ের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করেছেন। সহ অভিনেতার সঙ্গে চুলোচুলি পর্যন্ত করেছেন নোরা ফাতেহি। বাংলাদেশে শুটিং করতে এসে এই অভিজ্ঞতা হয় তার। সম্প্রতি কপিল শর্মার শোয়ে এই বিষয়ে কথা বলেছেন তিনি। তার প্রথম সিনেমা 'রোর: টাইগ্রেস অফ দ্য সুন্দরবনস'। সেই সিনেমার শুটিং সেটেই নোরা ও তার সহ অভিনেতা একে অপরকে কষিয়ে থাপ্পড় মারেন। নোরা জানান, জঙ্গলে সিনেমার শুটিং চলছিল। এ সময় সহঅভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেন। সেই জন্য নোরা রেগে গিয়ে কষিয়ে এক থাপ্পড় দেন সহ অভিনেতাকে। এরপরই দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। নারী বলে তাকে ছেড়ে দিতে নারাজ অভিনেতা। নোরাকে পালটা থাপ্পড় মারেন সিনেমার নায়ক। এরপর একে অপরের চুল ধরে টানাটানিও করেন। ইউনিটের অনেকেই এগিয়ে এসে হস্তক্ষেপ করেন। তবুও উত্তপ্ত পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে গিয়েছিল। এদিকে সম্প্রতি নোরা পাপারাৎজ্জিদের ছবি তোলার কায়দা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরায় ফোকাস করেন বলে অভিযোগ তার। যে কোনও অনুষ্ঠানেই মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন পাপারাৎজ্জিরা। এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয় যা ভীষণই অস্বস্তিকর।

পাঠকের মতামত

মিশা সওদাগর

sattar
২১ জুন ২০২৪, শুক্রবার, ৯:৪৮ অপরাহ্ন

Ovinetar nam ki ?

Mahfuz
২১ জুন ২০২৪, শুক্রবার, ৭:০৩ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status