বিনোদন
হাসপাতালে সুজেয় শ্যাম
স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৪, রবিবারহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান সুরকার, সংগীত পরিচালক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে। জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১১ই জুন তাকে এই হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সংগীতশিল্পী তিমির নন্দী এই সংগীতশিল্পীর অসুস্থতার বিষয় নিশ্চিত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক শ্রদ্ধেয় সুজেয় শ্যাম হৃদরোগজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবাইকে দোয়া-আশীর্বাদ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লখ্য, দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই সংগীত নিয়ে কাজ শুরু করেছিলেন সুজেয় শ্যাম। যুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত হতো তার সুর করা বেশ কয়েকটি গান। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ ইত্যাদি। হাছন রাজাকে নিয়ে নির্মিত সিনেমা ‘হাছন রাজা’র সংগীত পরিচালনা করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘জয়যাত্রা’ ও ‘অবুঝ বউ’ সিনেমার গানের সংগীত পরিচালনা করে ২০০৪ এবং ২০১০ সালে একই পুরস্কার লাভ করেন। সংগীতে অসামান্য অবদান রাখার জন্য একুশে পদকও লাভ করেন এই শিল্পী।