ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

ভুল স্বীকার করলেন রিমি

বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৪, শুক্রবারmzamin

বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী রিমি সেন। ২০০৩ সালে ‘হাঙ্গামা’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর কয়েকটি সুপারহিট সিনেমাও উপহার দিয়েছেন। কিন্তু কয়েক বছর পর সিনেমা জগৎ থেকে দূরে সরে যেতে থাকেন। ‘কিউকি’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পরে তাকে সালমানের রিয়্যালিটি শো ‘বিগ বস ৯’-এ দেখা গিয়েছিল। সেখানেও সুবিধা করতে পারেননি তিনি। এসবের জন্য নিজের ভুলকে দায়ী করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিজেই নিজের ক্যারিয়ার নষ্ট করেছি। আমি যখন কলকাতা থেকে এসেছি, আমার কাছে কিছুই ছিল না। কিন্তু, ঈশ্বর আমায় সব দিয়েছেন। কিন্তু আমি আমার প্রতিভা বিক্রি করতে পারিনি। তাই জীবনে কিছু অর্জন করতেও পারিনি। সালমানকে নিয়ে তিনি বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে কাজের জন্য আমি কখনো তার কাছে যাইনি। সালমান আমাকে সুযোগ দিয়েছিলেন। রিমি সেন আরও জানান, তিনি কখনোই ‘বিগ বস’-এ যেতে চাননি। তবে নির্মাতারা তাকে শোতে অংশ নিতে বলেছিলেন। তাই তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। তিনি বলেন, আমি বিগ বস থেকে ২ কোটি টাকা পেয়েছি। দীর্ঘ ১৩ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি প্রায় সাড়ে ৪ কোটি টাকার একটি প্রতারণার মামলার জন্য আলোচনায় রয়েছেন। মুম্বইয়ের একজন ব্যবসায়ীর বিরূদ্ধে মমিলাটি করেছিলেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘হাঙ্গামা’, ‘ভগবান’, ‘ধুম’, ‘গরম মশালা’, ‘ফির হেরা ফেরি’, ‘দিওয়ানে হুয়ে পাগল’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’ এবং ‘জনি গদ্দার’। ২০১১ সালে দুটি সিনেমা করার পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি।

 

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status