বিনোদন
আদালতে করণ জোহর
বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৪, রবিবার
সম্প্রতি প্রকাশ্যে আসে ‘শাদি কে ডিরেক্টর করণ অউর জোহর’ নামে একটি হিন্দি সিনেমার ট্রেলার। এর মধ্যেই সিনেমাটির প্রযোজকের বিরুদ্ধে আদালতে হাজির হয়েছেন নির্মাতা করণ জোহর। তার অভিযোগ, সিনেমার শিরোনামে তার নাম ব্যবহার করায় দর্শকরা বিভ্রান্ত হতে পারেন। অনেক দর্শক মনে করতে পারেন সিনেমার সঙ্গে তিনিও যুক্ত রয়েছেন। সেই কারণেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তার মামলার প্রেক্ষিতে সিনেমাটি মুক্তির স্থগিতাদেশ দিয়েছে আদালত।