বিনোদন
তামিলনাড়ু উৎসবে পুরস্কৃত ‘রিটার্ন’
স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৪, রবিবারভারতের তামিলনাড়ুতে দুটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’। ইকরাম ফরিদ চৌধুরীর গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তানভীর পিয়াল। এতে অভিনয় করেছেন তৌকির মাহমুদ ও সায়মন মারমা। মাত্র দুটি চরিত্রের সাহায্যে গড়ে উঠেছে সাত মিনিটের এ গল্প। রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম এবং সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এটি।