বিনোদন
ডিপজলের বড় ভাই ও প্রযোজক শাহাদাৎ হোসেন আর নেই
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৫ জুন ২০২৪, শনিবার, ২:৩৩ অপরাহ্ন

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই শাহাদাৎ হোসেন আর নেই। (ইন্না-লিল্লাহি...রাজিউন)। শনিবার (১৫ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা রত্না কবির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, প্রদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন। এর আগে শুক্রবার তার সুস্থতা কামনা করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ডিপজল। সেখানে তিনি লেখেন, আমার বড় ভাই হাজি মোঃ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই ) ১৪ই জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।