বিনোদন
চঞ্চল-নাদিয়ার ‘বকুলের বিয়ে’
স্টাফ রিপোর্টার
১৫ জুন ২০২৪, শনিবার
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বকুলের বিয়ে’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, শাহনাজ খুশী, সৌম্য, দিব্য প্রমুখ। বকুলের বয়স চল্লিশ পার হয়ে গেলেও বিয়ে হয়নি। শর্ত একটাই, পাত্রী হতে হবে অবশ্যই সুন্দরী। তার পণ ভাবীর চাইতে সুন্দরী বউ ঘরে এনে ভাবীর দর্পচূর্ণ করা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।