বিশ্বজমিন
‘ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে নয়’
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৪ জুন ২০২৪, শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা তাদের রিপোর্টে পরিষ্কার করে বলেছে যে, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য সম্প্রসারিত করছে না। অথচ ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। কিন্তু এই রিপোর্ট ইরানের এমন দাবির বিরুদ্ধে যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইরান যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। নিরাপত্তার আইনগত বাধ্যবাধকতা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নে আর বিলম্ব ছাড়া আণবিক শক্তি সংস্থাকে অবশ্যই সহযোগিতা করতে হবে ইরানকে। যদি ইরান তা না করে তাহলে আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরস ইরানকে অব্যাহতভাবে জবাবদিহিতায় আনবে। আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতার কারণে তার ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টির জন্য আমরা অংশীদার ও মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছি এবং প্রস্তুতি নিচ্ছি।
পাঠকের মতামত
ডাকাতে নিন্দা করে অন্যকে ! চোর বলে ! আমেরিকাকে ঠান্ডা করতে হলে, সব দেশেরই উচিত, পারমাণবিক অস্ত্র তৈরি করা !!
জাতিসংঘ ও আমেরিকা যখন বলেছে তখন ইরানকে অবশ্যই পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে ঠিক হিরোসিমা ও নাগাসাকির মত!!!
ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নিয়ে আসবে । আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে তার একক কর্তৃত্ব ।