ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

সরকারি অনুদান পেলো যেসব ছবি

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৬ অপরাহ্ন

mzamin

বাংলা চলচ্চিত্রের উন্নয়নে প্রতিবছর বাংলাদেশ সরকার বিশেষ অনুদান ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে চারটি শাখায় সরকার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে গতকাল। এবার তরুণ পরিচালক ও প্রযোজকদের ছবিই বেশি প্রাধান্য পেয়েছে অনুদানের ক্ষেত্রে। এর মধ্যে ১৬টি চলচ্চিত্র পাবে ৭৫ লাখ টাকা করে। বাকি চারটি পাবে ৫০ লাখ টাকা করে। প্রকাশিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৭৫ লাখ টাকা পেয়েছেন পরিচালক ও প্রযোজক সাজেদুল ইসলাম (পাকিস্তানে বন্দীজীবন ১৯৭১) ও রাকিবুল হাসান (ছোঁয়া) চলচ্চিত্রের জন্য। এ ছাড়া শিশুতোষ শাখায় প্রযোজক ও পরিচালক নিয়ামুল মুক্তা পেয়েছেন ‘চলনবিলের মানিক’ সিনেমার জন্য ৫০ লাখ টাকা। একই শাখায় প্রযোজক রাইদ মোরশেদ ও পরিচালক তাওকীর ইসলাম ‘অদ-ভূত’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন সমপরিমাণ টাকা। সমপরিমাণ টাকা পেয়েছেন পিপলু আর খান ও রাসেল রানা তাদের যথাক্রমে ‘নোম্যাডস অব দ্য নর্থ’ এবং ‘কালের যাত্রা’ প্রামাণ্যচিত্রের জন্য। এ ছাড়া সাধারণ শাখায় ৭৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে ১৪টি সিনেমার প্রযোজক ও পরিচালককে। তারা হলেন যথাক্রমে প্রযোজক-পরিচালক মির্জা শবনম ফেরদৌসি (মিহিন গাথা), প্রযোজক ও পরিচালক জাহাঙ্গীর হোসেন বাবর (ঠিকানা), প্রযোজক ফজলে হাসান শিশির ও রবিউল আলম রবি (সুরাইয়া), প্রযোজক ও পরিচালক গোলাম মোস্তফা (জয়া), প্রযোজক পিংকি আক্তার ও পরিচালক সঞ্জয় সমাদ্দার (লোভ), প্রযোজক ও পরিচালক এন রাশেদ চৌধুরী (সখী রঙ্গমালা), প্রযোজক মিস শেলী কাদের ও পরিচালক নারগিস আক্তার (জাত), প্রযোজক সুমন পারভেজ ও পরিচালক এ জেড এম মোস্তাফিজুর রহমান বাবু (ময়নার চর), প্রযোজক ও পরিচালক মিশুক মনি (কালবেলা), প্রযোজক মনোজ প্রামাণিক ও পরিচালক ইকবাল হাসান খান (সেয়ানা), প্রযোজক ও পরিচালক গীতালি হাসান (আজিরন), প্রযোজক নিজাম উদ্দিন ও পরিচালক আরিফ সিদ্দিকী (পোস্টমর্টেম), প্রযোজক নূর মনির ও পরিচালক নাসরুল্লাহ মানসুর (হা ঘরে) এবং প্রযোজক ও পরিচালক দেওয়ান নজরুল (মুক্তির চেতনা)র জন্য অনুদান পেয়েছেন।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status