বিনোদন
ঈদে ‘রাজপুত্র ও অপ্সরী’
স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
নতুন একটি টেলিছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন জুনায়েদ বোগদাদী ও পারসা ইভানা। নাটকের নাম ‘রাজপুত্র ও অপ্সরী’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মাসুম বাশার প্রমুখ। ঈদের দিন বিকাল ৪.৩০ মিনিটে দেখানো হবে ‘রাজপুত্র ও অপ্সরী’। রোমান্টিক গল্পের এ নাটকটি সবার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক।