বিনোদন
এবার একসঙ্গে অক্ষয়-আরশাদ
বিনোদন ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবার
‘জলি এলএলবি’ সিনেমার প্রথম দুইটি পর্ব বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবার এর তৃতীয় পর্বের শুটিং চলছে। সুভাষ কাপুর পরিচালিত সিনেমা ‘জলি এলএলবি-৩’ এ একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে। এর আগে সিনেমার প্রথম পার্টে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি এবং দ্বিতীয়টিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার সিনেমার তৃতীয় পার্টে পর্দায় দুইজন একসঙ্গে দেখা দেবেন। তাদের সঙ্গে এই সিনেমার মাধ্যমে পর্দায় কামব্যাক করছেন অমৃতা রাও।