বিনোদন
সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন ডিপজল
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৪, মঙ্গলবার
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফেরত পেয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদেশে পদ ফিরে পান তিনি। এর আগে গত ১৯শে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনের একমাস পর গত ২০শে মে আদালতে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। তার রিটের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ডিপজলকে তার পদে বসতে পারবেন না বলে আদেশ দেন। এর এক সপ্তাহ পর রোববার সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল। অবশেষে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফেরত পেয়েছেন তিনি।