বিশ্বজমিন
রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন করবেন
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ২৭ মে ২০২৪, সোমবার, ৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ অপরাহ্ন

আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১৬ই অক্টোবরের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে শ্রীলঙ্কায়। এ মাসের শুরুর দিকে এ ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সেই নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশটির পর্যটন বিষয়ক মন্ত্রী হারিন ফার্নান্দো এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচনে সুনির্দিষ্টভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট রনিল। আগামী দু’সপ্তাহের মধ্যে তিনি প্রার্থিতা ঘোষণা দেবেন। মন্ত্রী ফার্নান্দো সোমবার এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। বর্তমান ক্ষমতাসীন শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট, যা সিনহলি ভাষায় শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পার্লামেন্ট নির্বাচন দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। প্রেসিডেন্ট পদে সেখানে প্রধান দুই বিরোধী নেতা হলেন সাজিথ প্রেমাদাসা এবং মার্কসিস্ট জেভিপি নেতা অনুরা কুমারা দিসানায়েকে। রনিল বিক্রমাসিংহে প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল পার্টি থেকে সফলতার সঙ্গে এসএলপিপিতে যুক্ত হয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের বাকি মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।